সিলেটে বিএনপিকে জামায়াতের চ্যালেঞ্জ | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদক :

সিটি নির্বাচনের প্রার্থিতা প্রশ্নে ২০ দলের বৈঠক ছেড়ে বেরিয়ে গেছে জামায়াত। ২০ দল থেকে প্রার্থী না দিয়ে বিএনপি তিন সিটিতেই এককভাবে প্রার্থী দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না তারা। তাই সিলেট সিটিতে প্রার্থী দিয়ে বিএনপিকে চ্যালেঞ্জ করল জামায়াত।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গতকাল বুধবার রাতে ২০ দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের এক পর্যায়ে জামাত সেখান থেকে বেরিয়ে যায়। জামাত দৃঢ় ভাবেই জানিয়েছে সিলেট থেকে কোনোভাবেই তারা প্রার্থিতা প্রত্যাহার করবে না। সিলেট নগর জামাতের আমির এহসানুল মাহবুব মনোনয়নপত্র কিনেছেন এবং জমাও দিচ্ছেন। বিএনপি বাদে ২০ দলের শরিক অন্যান্য দলগুলোর অধিকাংশই জামাতের সঙ্গে একমত পোষণ করেছে।

জামাতের সঙ্গে একমত পোষণকারীদের মতে, বিএনপি ওয়াদা বরখেলাপকারী একটি দল। বিএনপি আগে বলেছিল তারা এককভাবে তিন সিটিতে প্রার্থী ঘোষণা করবে না। কথা ছিল, ২০ দলের সঙ্গে আলোচনা করে তারা প্রার্থিতা দেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা ওই কথা ভুলে বসে আছে। নিজেরাই যদি সব জায়গায় প্রার্থী দেয় তাহলে জোটের প্রয়োজনটা কোথায়।

তারা আরও বলেন, ২০ দল থেকে যদি প্রার্থী না দেওয়া হয়, তবে জামাত অবশ্যই প্রার্থী দেওয়ার অধিকার রাখে।

বিশেষজ্ঞরা বলছেন, সিলেটে জামাতের প্রভাব বিএনপির চেয়ে কম নয়। জামাতের ভোট না পেলে সিলেট বিএনপির জন্য আরকটি খুলনা-গাজীপুর হয়ে দেখা দিতে পারে। আর প্রার্থিতা প্রশ্নে জামাতের এমন দৃঢ় অবস্থান ভাঙনের পথে নিয়ে যাবে কিনা সেটাও এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *