সোনাগাজী(ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ সংলগ্ন পল্লীবিদ্যুতের একটি পিলারে ইন্টারনেট এর ক্যাবল সংযোগ দেয়ার সময় এক টেকনেশিয়ান নিহত হয়েছেন। তার নাম বেলাল হোসেন (৩৬)।
সে স্কাইনেট ইন্টারনেট সিনিয়র টেকনেশিয়ান ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার হাবীবুর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের সহকর্মী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদ সংলগ্ন পল্লীবিদ্যুতের একটি পিলারে ইন্টারনেটের দুটি ক্যাবল সংযোগ দেয়ার সময় টেকনেশিয়ান বেলাল বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ছিটকে পড়ে যান ।
নিহতের সহকর্মী মনোজ ভট্ট জানান, উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।