সোনাগাজী(ফেনী)প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় ও নানান আয়োজনের মাধ্যমে ৪৬তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসের শুরুতে উপজেলা চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পৌর মেয়র, মডেল থানার ইনচার্জ, সোনাগাজী প্রেসক্লাব, উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ।
উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন , উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক, সহকারি কমিশনার লিখন বনিক, কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ প্রমূখ।
সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা সকল ইউনিয়নে আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক আয়োজনে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত স্কুল শিক্ষার্থীদের কবিতা, চিত্রাংকণ ও বক্তৃতা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এছাড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশন দপ্তর, বঙ্গবন্ধু পরিষদ, প্রেসক্লাব, শেখ রাসেল স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেন।