আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা হোসেন কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। গতকাল রবিবার দুপুর ১ টায় দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার হোসেন কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের সভাপতি করেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি, চেয়ারম্যান ফুলবাড়ী উপজেলা পরিষদ, সদস্য আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি ও সভাপতি ফুলবাড়ী উপজেলা বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ এ.জেড.এম রেজওয়ানুল হক, সাবেক সংসদ সদস্য দিনাজপুর-০৫, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, আহ্বায়ক জেলা বিএনপি দিনাজপুর।
প্রধান বক্তব্য হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাহাবুব আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক-২ জেলা বিএনপি দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজিনা ইসলাম, সাবেক সংসদ সদস্য ও দিনাজপুর জেলা সভানেত্রী মহিলা দল দিনাজপুর ও সদস্য জেলা আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য বিএনপি জেলা আহ্বায়ক কমিটি, মোঃ আবু বক্কর সিদ্দিক, সদস্য জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, জামিল আহম্মেদ ভোলা, সদস্য জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, মোকছেদুল ইসলাম টুটুল, সদস্য জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ও সদস্য সচিব জেলা ছাত্র দল, এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাবেক উপজেলার চেয়ারম্যান, সদস্য জেলার বিএনপি আহ্বায়ক কমিটি, এ্যাডভোকেট মোঃ আবু সাঈদ, সদস্য জেলা আহ্বায়ক কমিটি, মোঃ সাইফুল রাজ চৌধুরী সদস্য জেলা আহ্বায়ক কমিটি, দিনাজপুর। মকছেদ আলী মঙ্গলীয়া সদস্য জেলা আহ্বায়ক কমিটি, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, দিনাজপুর। ফুলবাড়ী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপি’র মোঃ তোচ্ছাদ্দেক হোসেন তোছা সদস্য জেলা আহ্বায়ক কমিটি দিনাজপুর, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ খোকন। বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুরের বিরামপুর, পার্বতীপুর, হাকিমপুর, নবাবগঞ্জ উপজেলার বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বি-বার্ষিক সম্মেলনের পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ জুলফিকার আলী। এ সময় সম্মেলনে প্রায় ২হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।