রামগড়ে কৃষকের মাঝে বিনামুল্যে সার-বীজ বিতরণ

মোশারফ হোসেন ,
রামগড়,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড় উপজেলা কৃষি অফিসের আয়ােজনে উপজেলার ৭ টি ব্লকের মোট ২৫০জন কৃষকের মাঝে চলতি বোর মৌসুমে উচ্চ ফলনশীল (উফশী)জাতেরধান বীজ ও রাসায়নিক সার এবং ৮০০ জন কৃষকের মাঝে বীজ সহায়তা হিসেবে শুধু ২ কেজি হারে হাইব্রীট ধানবীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ডিসেম্বর) বেলা ২ টায় রামগড় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার মোঃ আলী আহমেদ এর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা তসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ধান ও সার বিতরণ করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার!

,এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মােঃ রাশেদ চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,সহকারী তথ্য অফিসার বেলায়েত হোসেন, বিআরডিবি অফিসার মফিজুর রহমানপ্রমুখ,এছাড়াও রামগড় কৃষি অফিসের কর্মরত বিভিন্ন ব্লকের উপ সহকারী কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *