নিজের ভাগ্য পরিবর্তনের নাম রাজনীতি নয় -জহির উদ্দিন মাহমুদ লিপটন

 

ফেনী প্রতিনিধি :

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ- কমিটির সহ- সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেছেন, নিজের ভাগ্য পরিবর্তনের নাম রাজনীতি নয়, রাজনীতি হতে হবে জনকল্যাণ কর । শনিবার বিকালে ফেনী নয়াপয়গাম পত্রিকা কার্যালয়ে এক মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাজনীতিতে দূর্বৃত্তায়ন ও গ্রুপিংয়ে মুল কারন হচ্ছে নিজের ভাগ্য পরিবর্তন, রাতারাতি সম্পদের মালিক হওয়ার চেষ্টা। সমাজ ও রাষ্টের উন্নয়ন ত্বরান্বিত করতে আমাদের পারস্পরিক শ্রদ্ধাশীল ও দেশ প্রেমিক হতে হবে। ব্যাক্তিগত জীবনে আমি জহির উদ্দিন মাহমুদ লিপটন নিজের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতীতে আসিনি, রাজনীতিতে আসার মুল কারন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীতি হওয়া। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীতি হয়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় রাজনীতি করেছি। বাংলাদেশ ছাত্রলীগে নেতৃত্ব দিয়েছি পরবর্তীতে বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটিতে। রাজনীতিতে ব্যক্তিগতভাবে আমি নির্বাচনকালীন নেতা নয়, সদা চেষ্টা করেছি আমার এলাকা সোনাগাজী – দাগনভূঞায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সুখ দুঃখে পাশে থেকে দলের সাংগঠনিক ভীত আরো মজভুত করতে। বিগত সংসদ নির্বাচনে তৃনমুলে ব্যাপক জনপ্রিয়তা হওয়া সত্ত্বে এবং নেতাদের অনেকে নির্বাচনের সিগনাল দিলেও দলীয় শৃংখলার কথা মাথায় রেখে জননেত্রী শেখ হাসিনার প্রতি সদা শ্রদ্ধাশীল ও নেতৃত্বে অগাধ শ্রদ্ধা বিশ^াস থাকায় নির্বাচনের সব সম্ভবনা তাৎক্ষানিক উড়িয়ে দিয়ে এবং সে থেকে এখন পর্যন্ত মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে দলের জন্য আমাদের সোনাগাজী- দাগনভূঞার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। তবে এক্ষেত্রে আরো উন্নয় ত্বরান্বিত হত, যদি জনপ্রতিনিধিরা সকারের উন্নয়ন কর্মকান্ড আন্তরিকতা সহিত যথাযথভাবে তদারকি করত। পাশাপাশি সোনাগাজী-দাগনভূঞায় বর্তমান সরকারের আমলে বাঁকা নদী সোজা করা, স্কুল, কলেজ ও অবকাঠামোগত সহ ব্যাপক উন্নয়ন হলেও প্রচারনার ক্ষেত্রে অনেক পিছিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা। জহির উদ্দিন মাহমুদ লিপটন আরো বলেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হবে। রাজনীতি করতে হবে জনগনের  সাথে সম্পৃক্ততা রেখেই। যে রাজনীতি মানুষের কল্যাণভয়ে আনে আমি সেই রাজনীতি বিশ্ব^াস করি। দৈনিক নয়া পয়গামের সম্পাদক এনামুল পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক মন্ডলির সভাপতি একেএম ফজলুল হক, নির্বাহী সম্পাদক জাফর উল্যাহ, বার্তা সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সহ-সম্পাদক জাহিদ হোসেন  মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *