জুলফিকার আলী মাসুদ >>>
চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশের অভিযানে ১ টি শর্টগান ও ১০৫ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়,শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খিরাম হচ্ছারঘাটা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসি মোঃ আলী নাছির (৪২) কে গ্রেপ্তার করেন এসআই দেলোয়ার হোসেন ।
ধৃত নাছির ফটিকছড়ি উপজেলার দক্ষিন খিরাম গ্রামের আবদুল মালেকের ছেলে।
পুলিশের এসআই দেলোয়ারহোসেন বলেন,তার দেহ তল্লাশী করে একটি অত্যাধুনিক শর্টগান ও ১০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র আইনে মামলা রুজু করে শনিবার বিকালে চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাংলারদর্পন