ছোট ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন : কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, কোম্পানীগঞ্জ নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউপির ৮নং ওয়ার্ডের তেল্লারঘাট সংলগ্ন সাবেক ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি,ছাড়া ২৪জুন থেকে সাবেক ছোট ফেনী নদী থেকে ড্রেজারের মাধ্যমে,অবাধে এ বালু উত্তোলন করছে প্রভাবশালী কিছু ব্যক্তি।

এলাকাবাসী দাবি করেন,এই বালু উত্তোলনের ফলে প্রায় শত কোটি টাকায় নির্মাণাধীন পাশ্ববর্তি মুছাপুর জোরালগঞ্জ সড়কের ব্রিজ,বসত বাড়ি, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা দু’এক বছরের মধ্যে ক্ষতিগ্রস্থ হবে।

এসময় এলাকাবাসী আরো জানান, বালু উত্তোলনকৃত জায়গা সংলগ্ন স্থান দিয়ে কোম্পানীগঞ্জ এবং সোনাগাজী উপজেলার মধ্যে একটি সংযোগ ব্রিজ নির্মাণ করার কথা আছে। এ বালু উত্তোলনের ফলে ভবিষ্যতে এ জায়গায় ব্রিজ নির্মাণেও সমস্যার সৃষ্টি হবে।

এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়,স্থানীয় প্রভাবশালী একটি মহল ও চরহাজারী ইউপির সাবেক চেয়ারম্যানের আবু ছায়েদ’র ছেলে ক্ষমতাসীনদলের মহিউদ্দিন সোহাগ’র নেতৃত্বে সাবেক ছোট ফেনী নদীর সরকারি খাস জায়গা থেকে অবৈধ বালু উত্তোলন করছে। এই বালু একটি বাড়ির ভেতরের অংশের জমি ও পুকুর বরাট এবং উপজেলার বিভিন্ন নির্মাণাধীন সড়কে বালু বিক্রি করে ব্যবসা করার জন্য এই বালু উত্তোলন করা হচ্ছে।

 

p55

সরেজমিন ঘটনাস্থলে গেলে মহিউদ্দিন সোহাগ জানান,চরহাজারী ইউপি চেয়ারম্যান মো.নুরুল হুদা ও স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে একটি রাস্তা করার জন্য এ বালু উত্তোলন করার জন্য উদ্যোগ গ্রহণ করেন।

তবে তিনি দাবি করেন,তিনি বালু উত্তোলনের সাথে সরাসরি জড়িত নয় এবং তিনি আরো জানান ব্যক্তি মালিকানা জায়গা তারা বালু উত্তোলন করছে। বর্তমানে জায়গার বৈধ সকল দলিল পত্র আছে। তিনি শুধু বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিনটি ভাড়া দিয়েছেন।

এ বিষয়ে চরহাজারী ইউপি চেয়ারম্যান মো.নুরুল হুদা’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,বালু উত্তোলনের বিষয়ে আমি কিছুক্ষণ আগে শুনেছি। এ বিষয়ে তিনি তেমন কিছু জানেননা বলে দাবি করেন।

তবে এলাকাবাসির দাবি বালু উত্তোলনের স্থান সাবেক ছোট ফেনী নদী সরকারি খাস জমি।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ৫ এর ১ উপধারা অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪ এর (খ) অনুযায়ী সেতু,কালভার্ট,ড্যাম,ব্যারেজ,বাঁধ সড়ক,মহাসড়ক,বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিন্ম এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জামিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে,ঘটনাস্থল পরিদর্শন পূর্বক বালু উত্তোলনের বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অন্যদিকে,বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছেনা। স্থানীয়দের ভিতর এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *