প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে ঈদে মুক্তি পাচ্ছে কাজী শুভ’র সুরে’আর কত কান্দাইবি

বিনোদন প্রতিবেদক:
আসন্ন ঈদ-উল আযহা কে সামনে রেখে প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে কাজী শুভ’র সুরে আর কত কান্দাইবি মিউজিক ভিডিও ।
গানটির মডেল হয়েছেন,এই সময়ের আলোচিত দুই মুখ শেখ সাকিব,সামান্তা সিমু,গানটি’তে সুর দিয়েছেন সময়ের জনপ্রিয় দর্শক নন্দিত সংগ্রীত শিল্পী কাজী শুভ,গানটির মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলেন,রিয়েল আশিক,গীতিকার আজিজুল হক,পোষ্টার ডিজাইনার আমিনুল ইসলাম আমিন,গানটির সুটিং হয়েছে গাজীপুর পূবাইলের বিভিন্ন মনোরম পরিবেশে।
গানটি নিয়ে প্রিন্স মাল্টিমিডিয়ার কর্নধার ,প্রিন্স খান বলেন,ঈদকে সামনে রেখে গানটি শেষ করা। আমার প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে বড় বাজেটের গানটি দর্শকদের মন জয় করে গানটি দর্শক নন্দিত হবে। সকলে আমার জন্য দোয়া করবেন যেনো আমার প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে আপনাদের আরো ভালো কিছু উপহার দিতে পারি।
Related News

নিউইয়র্কে‘সুবর্ণজয়ন্তি বাংলাদেশ কনসার্ট’ স্করপিয়ন্সের সঙ্গে মাতালো চিরকুট
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৬ মে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধেরRead More

সুনামগঞ্জে মঞ্চ নাটক‘ অভিশপ্ত আগষ্ট ’ মঞ্চায়িত
মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ : সুনামগঞ্জে পুলিশ নাট্যদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ অভিশপ্ত আগষ্ট ’Read More