বিনোদন প্রতিবেদক:
আসন্ন ঈদ-উল আযহা কে সামনে রেখে প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে কাজী শুভ’র সুরে আর কত কান্দাইবি মিউজিক ভিডিও ।
গানটির মডেল হয়েছেন,এই সময়ের আলোচিত দুই মুখ শেখ সাকিব,সামান্তা সিমু,গানটি’তে সুর দিয়েছেন সময়ের জনপ্রিয় দর্শক নন্দিত সংগ্রীত শিল্পী কাজী শুভ,গানটির মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলেন,রিয়েল আশিক,গীতিকার আজিজুল হক,পোষ্টার ডিজাইনার আমিনুল ইসলাম আমিন,গানটির সুটিং হয়েছে গাজীপুর পূবাইলের বিভিন্ন মনোরম পরিবেশে।
গানটি নিয়ে প্রিন্স মাল্টিমিডিয়ার কর্নধার ,প্রিন্স খান বলেন,ঈদকে সামনে রেখে গানটি শেষ করা। আমার প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে বড় বাজেটের গানটি দর্শকদের মন জয় করে গানটি দর্শক নন্দিত হবে। সকলে আমার জন্য দোয়া করবেন যেনো আমার প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে আপনাদের আরো ভালো কিছু উপহার দিতে পারি।