সোনাগাজীতে গোপন বৈঠককালে সাংবাদিক আবদুল্লাহসহ জামায়াতের ১২ নেতাকর্মী আটক

সোনাগাজী(ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী পৌর এলাকায় পৌর জামায়াতের আমির কালিমুল্লার বাড়ি থেকে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি এম আবদুল্লাহ , জেলা মহিলা জামায়াত নেত্রী ও ছাত্রী সংস্থার নেত্রীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ ।

আটককৃত অন্যরা হলেন এম আবদুল্লাহ (৫৪), জাহানারা বেগম (৪৩), লুৎফুন নাহার ( ৪৫), আমিনা বেগম (৪৫), শাহিদা আক্তার (৫০), শাহানাজ আক্তার (৫০), মোঃ শাহিদা আক্তার (৪৭), জাকিয়া আক্তার (৪২), রাবেয়া আক্তার (২৯), কুসুম আক্তার (৪৩)।

মঙ্গলবার রাত ৭ঘটিকার সময় পৌরসভার ৩নং ওয়ার্ড কালিমুল্যার বাড়ী থেকে তাদেরকে আটক করা হয় ।

সোনাগাজী থানার পরিদর্শক আবদুর রহিম সরকার জানান, ফেনী জেলা মহিলা জামায়াতের সাধারন সস্পাদক সাহেদা আক্তারের নেতৃত্বে ১০/১২জন নারী জামাত কর্মী বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে জামাত নেতা কালিমুল্লাহর বাড়ীতে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।

এদের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক এম আব্দুল্যাহকে আটক করা হয়েছে । তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি ।

এম আব্দুল্লাহ জানান, তিনি বোনের বাড়ীতে বেড়াতে আসছেন পুলিশ কেন তাকে আটক করেছেন সে ব্যাপারে তিনি কিছুই জানেননা।

পৌর আ.লীগ নেতা আব্দুল মান্নান জানান, এ বাড়ীতে নিয়মিত জামাতের মিটিং ও দলীয় বই বিতরন হয় ।

সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে গোপন বৈঠকের সময় গ্রেফতার অভিযানকালে তাদের কাছ থেকে জিহাদি বই, রোকনদের তালিকা, কর্মপরিকল্পনা তালিকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *