চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা: ভিডিও ফুটেজ দেখে এক আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো এক আসামি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মোরশেদ আলম সবুজ (৩২) বেগমগঞ্জের ভূঁইয়া বাড়ির মৃত হাজী আব্দুল সামাদের ছেলে।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল রোমবার রাতে উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে বিচারিক আাদালতে সোপর্দ করা হবে।
Related News

ফেনী পৌরসভার হঠাৎ পদক্ষেপে দিশেহারা গ্যারেজ মালিক ও কর্মচারি
ফেনী: যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে ফেনী পৌরসভার গৃহিত হঠাৎ পদক্ষেপে দিশেহারা হাসপাতাল রোডেরRead More

সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি শুরু
ফেনী: সমুদ্রস্নাত সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহি ও একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় ‘সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলটRead More