রাজারহাটে রান্না ঘরসহ ৫টি ঘর আগুনে পুড়ে ছাই

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন কুটিপাড়ার আব্দুল মোন্নাফের বসত ভিটা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সুত্রে জানা যায় গত ৬ই নভেম্বর শনিবার দুপুর ১২ঃ০০ঘটিকায় উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন কুটিপাড়া গ্রামের আব্দুল মোন্নাফের রান্না ঘর সহ পাচটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পাচটি ঘরে ধান চাউল আসবাবপত্র ও কয়েকটি গরু সহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘরে থাকা চারটি গরু স্থানীয়দের সহায়তায় রক্ষা করা সম্ভব হয়েছে।

কারেন্ট দিয়ে ভাত রান্না করা রাইচ কুকার বিস্ফোরণের আগুনের সুত্রপাত হয় বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক হবে বলে জানান স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় রাজারহাট ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে পুড়ে সব কিছু ছাই হয়ে গেলেও অলৌকিক ভাবে অক্ষত অবস্থায় একটি কুরআন শরীফ উদ্ধার করেন নাজিমখান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবেদুর রহমান রানা। আগুনে পুড়ে ছাই হওয়া পরিবারের খোজ খবর নিতে ঘটনাস্থলে ছুটে যান রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।

তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সরকারীভাবে সহযোগীতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *