সেলফি তুলতে গিয়ে ৪ বন্ধুর মৃত্যু

 

বাংলার দর্পন ডটকম  ডেস্ক :

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে জীবন খোয়ালেন চার বন্ধু। এক বন্ধু ট্রেন থেকে পড়ে যান। তাকে বাঁচাতে নেমে তিন বন্ধু অন্য ট্রেনে কাটা পড়েন।

ভারতের হাওড়ার বেলুড় ও লিলুয়া স্টেশনের মাঝে এ ঘটনায় একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। মৃতরা হলেন, কাজলচন্দ্র সাহা, সঞ্জীব পোল্লে, সুমিত কুমার ও চন্দন পোল্লে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, পশ্চিম বঙ্গের তারকেশ্বরের তারকনাথ মন্দিরে পুজা করতে যান পাঁচ বন্ধু। ফেরার পথে বৃহস্পতিবার রাতে লিলুয়া স্টেশন পার হতেই পাঁচজন দাঁড়িয়েছিলেন ট্রেনের গেটে। তারক নামে এক বন্ধু সেলফি তুলতে শুরু করেন চলন্ত ট্রেনে। তখনই হাত ফসকে তার মোবাইল পড়ে যায়। সেটি তুলতে গিয়ে পোস্টে ধাক্কা লেগে পড়ে যান তিনি।

ট্রেন বেলুড় পৌঁছতে রেল লাইন ধরে বন্ধুর খোঁজে ছুটতে থাকে চার সঙ্গী। পাশাপাশি তিন ও চার নাম্বার লাইন দু’টিতেই তখন ছিল লোকাল ট্রেন। কাজল সুমিত ও চন্দন তিন নাম্বার লাইন দিয়ে ছুটছিল, তাদেরকে ধাক্কা মারে বর্ধমান লোকাল।

চার লাম্বার লাইনে ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে সঞ্জীব। চারজনেরই মৃত্যু হয়। তারককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *