প্রতিনিধি:
ছাগলনাইয়ায় নির্মাণাধীন ভবনের দশ তলা থেকে পড়ে সৌরভ নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সৌরভ ছাগলনাইয়ার আওয়ামীলীগ নেতা নুরুল হকের পুত্র।
সোমবার সন্ধ্যায় ছাগলনাইয়া শহরের একটি নির্মাণাধীন ভবনের দশ তলা থেকে অসাবধানতাবশত সৌরভ ছয়তলায় পড়ে যান। এতে সে গুরুতর আহত হয়।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।