সিরাজদিখানে ৬ অটোরিক্সা ছিনতাইকারী গ্রেফতার, ৪টি অটো উদ্ধার

রাশেদ আলম,সিরাজদিখান :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ অটোরিকশা ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজতে থাকা ৪ অটোরিকশা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিরাজদিখান থানা পুলিশ ‌।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,গত ৬ সেপ্টেম্বর বুধবার মুন্সিগঞ্জর শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের মৃত নাগর আলী শেখ এর ছেলে মোঃ আলমগীর শেখ(৩৮) তার ব্যাটারী চালিত মিশুক দিয়ে ভাতিজা জাহিদুল ইসলামসহ অসুস্থ্য রুগী মোঃ মনির হোসেন জীবনকে সিরাজদিখান থানাধীন নিমতলা প্রাইভেট হাসপাতাল হতে চিকিৎসা গ্রহণ শেষে হাসাড়ার উদ্দেশ্যে রওনা করেন।

সিরাজদিখান থানার চালতিপাড়া নামক স্থানে পৌছা মাত্রই অজ্ঞাতনামা ৫/৬ জন লোক পাকা রাস্তার পশ্চিম পাশের লেনে ধইঞ্চার আটি রেখে যান চলাচলের প্রতিবন্ধাকতা ও বিঘ্ন সৃষ্টি করে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া তাদের মিশুক গাড়ী থামায় এবং মোঃ মনির হোসেন জীবন ও মোঃ জাহিদুল ইসলামসহ তাদের তিন জনকে অস্ত্রের মুখে পাকা রাস্তার উপর হতে ভিন্ন পথে জনমানবহীন নির্মানাধীন রেল লাইনের পশ্চিম দিকে জলাশয়ের পাশে হাত, পা ও মূখ বেধে মারপিট করে।

অজ্ঞাত ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোবাইল, ম্যানিব্যাগ সহ যাবতীয় কিছু ছিনিয়ে নিয়ে যায়। ভিকটিমদেরকে হাত পা ও মুখ বেধে বালুর মধ্যে ফেলে রেখে ব্যাটারী চালিত মিশুক গাড়িটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে তারা একে অপরের সহায়তায় তাদের বাধন খুলে রাস্তার দিকে আগাইয়া আসলে সিরাজদিখান থানার টহল পুলিশ তাদের দেখে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার বিষয়ে পুলিশকে জানায়।পুলিশ এ সময় সিরাজদিখান থানার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া ব্রীজের পশ্চিম পাশে সার্ভিস রোড এলাকা হতে পুলিশ মোঃ রাজন, মোঃ বাপ্পী চৌধুরী, মোঃ সবুজ ও মোঃ সোহেল নামের চারজন ছিনতাইকারীকে আটক করে এবং তাদের দেখানো মতে চালতিপাড়া ব্রিজের পশ্চিম পাশে বালুর মধ্য হতে একটি রাম দা, একটি দেশী দা, একটি লোহার জিআই পাইপ উদ্ধার করে।

ছিনতাইকৃত মিশুকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাইকারীরা জানায় তাদের সহযোগী মোঃ কাশেম মিশুক নিয়ে ঢাকার দিকে গেছে। পরে ঢাকার হাজারীবাগ ঝাউচর বাজার চৌরাস্তার মোড় হতে মোঃ কাশেম’কে আটক করে এবং তার হেফাজত হতে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত মিশুক গাড়ীটি উদ্ধার করে। আটককৃত মোঃ কাশেম এর দেওয়া তথ্য মতে ছিনতাইকারী চক্রের অপর সদস্য মোঃ রাজন আলী’কে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকা হতে আটক করে। ছিনতাইকারীদের দেওয়া তথ্য অনুসারে তাদের নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া আরো তিনটি সহ সর্বমোট চারটি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করে।

আটককৃতরা হলেন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মনু বেপারীর ঢাল গ্রামের জনৈক মোঃ মোস্তফা এর ছেলে মোঃ রাজন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের মৃত জালাল চৌধুরীর ছেলে মোঃ বাপ্পী চৌধুরী(২৪), পটুয়াখালী জেলার সদর উপজেলার সিরামপুর গ্রামের মোঃ সেলিম সিপাই এর ছেলে মোঃ সবুজ(২৬), ঢাকা জেলার দোহার উপজেলার কাজীরচর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ সোহেল (৩৫), ডিএমপি, ঢাকার লালবাগ থানার ইসলাপুরের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ কাশেম(৩০), কিশোরগঞ্জ সদর উপজেলার সুন্দীরবন গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোঃ রমজান (৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *