মোশারফ হোসেন , রামগড়, খাগড়াছড়ি :
রামগড়ে ২ নভেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছে পৌর আওয়ামিলীগ এর সভাপতি রফিকুল আলম কামাল।
আজ (৭ই অক্টোবর) সকালে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বডূয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, দলীয় প্রার্থীতা পেতে রামগড় পৌরসভার বর্তমান পৌর মেয়র মো.শাহজাহান কাজী রিপন ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল সহ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল কাদের মনোনয়ন বোর্ডে ফরম জমা দেন।দলীয় মনোনয়ন পেয়ে মো.রফিকুল আলম কামাল মুঠোফোন বলেন, আওয়ামী লীগের মূল ধারার রাজনীতির সঙ্গে জড়িত থেকে সবসময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশে রয়েছি। সেই কারণে তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতিদান দিতে নৌকার প্রতীকে প্রার্থী হতে চেয়েছি।
ছাত্রলীগের সাবেক এ নেতা বলেন, পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পাওয়ার পর করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রী ও জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নির্দেশে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি।পৌর এলাকার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জমাদি দিয়েছি।তার মতে, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আশা করি, জনগণও বিপুল ভোটে জয়ী করবে।