মোশারফ হোসেন,
রামগড়, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড় উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ২০২১-২২ অর্থ বছরে পার্বত্য অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ জাতীয় মিশ্র মাছ চাষের প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
আজ (রবিবার) দুপুর ১২টায় পাতাছড়া ইউনিয়নের ডাক বাংলা পাড়ায় অবস্থিত মো.মন্তাজ মিয়া ক্রিক এর ১০জন সুফলভোগী চাষীর মাঝে ৪০ কেজি কাপ জাতীয় মাছের পোনা, চুন,সার,মাছের খাদ্য সহ মৎস্য ভিউপকরণ বিতরণ করেন, রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।
এসময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়নের উপ-সহকারী কর্মকতা শরৎ কুমার ত্রিপুরা,রামগড় উপজেলা মৎস্য কর্মকতা বিজয় কুমার দাশ,মৎস্য অফিসের অন্যান্য কর্মকতা সহ মন্তাজ মিয়া ক্রিকের সকল সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।