তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল ও সাজিয়া বিলের রাস্তার উপর থেকে জুনাইদ(৩২) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে তাড়াইল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার দিগদাইড় ইউনিয়নের সাজিয়া বিলে পাহারাদারের কাজ করতো একই ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত সাদত আলীর ছেলে জুনাইদ।গতকাল শনিবার রাতে কে বা কার জুনাইদকে বল্লমের আঘাতে হত্যা করে ওই বিলের রাস্তার উপর ফেলে রাখে।
আজ ৩ অক্টোবর রোজ রবিবার সকালে বিলের রাস্তার উপর লাশ পড়ে আছে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে তাড়াইল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুনাইদের রক্তাক্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত স্বজনদের দাবী বিলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন জুনাইদকে হত্যা করেছে।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.জয়নাল আবেদীন সরকার বলেন,দিগদাইড় ইউনিয়নের ডুবাইল ও সাজিয়া বিলের রাস্তার উপর থেকে জুনাইদ নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।আমরা ধারণা করছি গতকাল শনিবার রাত ১২ টা থেকে ভোর ৫ টার মধ্যে ওই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটেছে।এই বিষয়ে নিহত পরিবারের পক্ষথেকে এখনো থানায় কোনো অভিযোগ করেনি।
অভিযোগ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তাছাড়া আজ রবিবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন ওই এলাকার বিলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটা ঘটছে মনে হয়।