মৌলভীবাজার পৌর এলাকার বর্জ্য অপসারণে নিটল মটরস ও এসএম মটরসের পিকআপ ভ্যান অনুদান

 

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার পৌর এলাকার বর্জ্য অপসারণে পৌরসভাকে একটি পিকআপ ভ্যান অনুদান দিয়েছে নিটল মোর্টরস ও এসএম মোটরস। বুধবার বিকেলে পৌরসভায় এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে মেয়র ফজলুর রহমানের কাছে পিকআপ গাড়ির চাবি হস্তান্তর করেন এসএম মোটরসের চেয়ারম্যান ও নিটল মোটরসের ডিলার সৈয়দ মফছিল আলী।

এ সময় পৌর কাউন্সিলর, প্রকৌশলীগণ, নাগরিকবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র তাঁর বক্তব্যে মৌলভীবাজার পৌরসভাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়তে সকলের সহযােগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *