নৌকার পক্ষে আ.লীগের পথসভায় উপস্থিত নেতাকর্মী ।
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
করোনার কারনে দীর্ঘদিন স্থগিত থাকার পর গত ২ সেপ্টেম্বর ফের সোনাগাজী পৌর নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। মেয়র পদে চার ও কাউন্সিলর পদে ২৭ প্রার্থী নিয়মিত পথসভা, মাইকিং এবং গনসংযোগ করছেন।
আবারো জয়ের ব্যাপারে আশাবাদি আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম খোকন। আ’লীগ প্রার্থী ও সমর্থকদের অব্যহত হুমকির কারনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সকল প্রস্তুতি আছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা এএম জহিরুল হায়াত।
জানা যায়, করোনার কারনে দু-দফা পৌর নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ফের সোনাগাজী পৌর নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন । সেই তফসিল অনুযায়ী ৯সেপ্টেম্বর থেকে ১৮সেপ্টেম্বর পর্যন্ত প্রচার প্রচারনার সুযোগ পান প্রার্থীরা।
আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম খোকন’র সাথে প্রতিদ্বন্ধিতা করছেন স্বতন্ত্র প্রার্থী শেখ সেলিম(পানির জগ), আবু নাছের (মোবাইল) ও ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার প্রার্থী হাফেজ হিজবুল্যাহ। ৯ ওয়ার্ডে কাউন্সিলর ও ২ সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৭জন প্রতিদ্বন্ধিতা করছেন। সংরক্ষিত ২নং নারী কাউন্সিলর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন তাসনিম আক্তার।
মাত্র নয়দিন সুযোগ পেয়ে বাড়ী বাড়ী গিয়ে গনসংযোগের পাশাপাশি মাইকিং ও পথসভা করেছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। তবে নির্বাচনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির অংশ গ্রহন না থাকায় মাঠ ছিল অনেকটা নিরুত্তাপ ।
পৌর সভার ২নং ওয়ার্ডের ভোটার ওবায়েদ পাটোয়ারী বলেন, পৌর এলাকায় গত ৫বছরে অনেক উন্নয়ন হয়েছে। তাই ভোটাররা নৌকায় ভোট দিবেন।
একাধিক আ’লীগ সমর্থীত ভোটার জানিয়েছে, আ’লীগের প্রার্থীর দুর্নীতি ও আচরনের কারনে আ’লীগের ভরাডুবি হতে পারে। বিএনপি সমর্থীত ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নিজেদের প্রার্থী না থাকায় তারা ভোট কেন্দ্রে যাবেন না।
৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মামুন বলেন, নির্বাচন সুষ্ঠু হলে আ’লীগের মেয়র প্রার্থী বিপুল ভোটে জিতবেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ সেলিম জানান, আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী খোকনের দুর্নীতি, অনিয়ম ও আচরনের কারনে গনসংযোগকালে ভোটারদের মাঝে চাপা ক্ষোভ দেখা গেছে। তারা সুযোগ পেলে তার বিকল্প প্রার্থীকে ভোট দেবেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু নাছের বলেন, বিভিন্ন পথসভায় জেলা-উপজেলার নেতারা প্রার্থী ও ভোটারদের লাগাতার হুমকি দিয়েছেন, কেন্দ্র দখলের ঘোষনা দিয়েছেন । এতে ভোটার ও প্রার্থীসহ সকলেই আতঙ্কিত। আমরা সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করছি।
আ’লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, পৌর এলাকায় গত বছরের অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলার উন্নয়ন ও সহবস্থানের রাজনীতির কারনে নৌকা ভোট দিবেন পৌরবাসি। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদি ।
রিটার্নিং অফিসার এএম জহিরুল হায়াত বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট থাকবে এবং ৪স্তরের নিরাপত্তা থাকবে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্র আসার আহবান জানান তিনি।