কুমিল্লা :
১৫ আগস্টের পরিকল্পনাকারি খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা । তার বাড়ির সামনে অগ্নিসংযোগ করা হয়। ঘরের কয়েকটি দরজা ও জানালা ভাংচুর করা হয়েছে।
মঙ্গলবার ( ৩১ আগষ্ট) সাড়ে ১১ টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে।
দাউদকান্দি থানা পুলিশের উপ পরিদর্শক
এস আই জাহাঙ্গীর বলেন, হামলার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন ঘটনাস্থলে এসে আন্দোলনরত নেতা কর্মীদের শান্ত করে।