ফেনী’ প্রতিনিধি :
ফেসবুকসহ বিভিন্ন গনমাধ্যমে অব্যহত চাঁদাদাবির ঘটনায় প্রকাশিত সংবাদের বিষয়ে শনিবার বিকালে ভোরের কাগজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা খাজা আহম্মদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন।
তিনি বলেন, রাজনীতির পাশাপাশি শিক্ষকতা এবং স্বাস্থসেবায় নিয়োজিত আছি। আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষনা দেয়ায় বর্তমান মেম্বার জামশেদ আলম নানানভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি জনৈক সবুজকে ব্যবহার করে গনমাধ্যমকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে ও এডিট করা একটি অডিও ক্লিপ দিয়ে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়ন নির্বাচনের আগ মুহুর্তে শীর্ষ সন্ত্রাসীদের সহযোগি জামশেদ মেম্বার নিজেকে টিকিয়ে রাখতে আ’লীগ নেতাদের চরিত্রহরন করে থাকে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অামি ছাড়াও কয়েকজন অা’লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার করাচ্ছে। যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে মিথ্যা মামলায় জড়িয়েছে। অনেকের উপর সন্ত্রাসি দিয়ে হামলা করিয়েছে জামশেদ মেম্বার।
বিএনপি অধ্যুষিত উপকুলিয় দক্ষিন চর দরবেশ এলাকার নির্যাতিত ও ত্যাগি অা’লীগ নেতাদের সকল ষড়যন্ত্র ও মামলা- হামলা থেকে বাঁচাতে ফেনী’ জেলা আ’লীগের সাধারন সম্পাদক- নিজাম উদ্দিন হাজারী এমপির হস্তক্ষেপ কামনা করেন নুর উদ্দিন।