সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে পাঁচ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭ ফেনী’ ক্যাম্পের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান বাংলারদর্পণকে জানান, কুমিল্লা থেকে সোনাগাজী হয়ে মাদকের একটি চালান চট্টগ্রামে যাচ্ছে।
এমন একটি গোপন খবরের ভিত্তিতে বুধবার সন্ধা ৭টায় উপজেলার ডাকবাংলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশী করে র্যাব সদস্যরা।
গাড়ী থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এসময় গাড়ীতে তল্লাশী করে পাঁচ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ওই প্রাইভেটকারটি (১১-৩৩২২) জব্দ করা হয়।
ধৃতরা হলেন, চট্টগ্রামের খুলশি এলাকার আবদুর রহিমের ছেলে শফিকুর রহমান (২৬) ও পাহাড়তলী এলাকার নুর আলমের ছেলে মোঃ রনি (১৯)।
তিনি আরো জানান, ধৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রাতে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়।
বাংলারদর্পন