সমাজসেবক রেজাউল করিম মাসুদ।
সোনাগাজী প্রতিনিধি :
ঢাকাস্থ আমিরাবাদ ইউনিয়ন ফোরামের সভাপতি ও আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম মাসুদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে ফেঁসে গেলেন আহম্মদপুর কাজিরতালুক জামে মসজিদের ইমাম হাতেম আলী। সে রংপুর জেলার হাসানপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
জানা যায়, ইমাম হাতেম আলী দীর্ঘদিন রেজাউল করিম মাসুদের বাড়ীতে ভাড়াটিয়া ছিলেন। সম্প্রতি ঘর সংস্কারের জন্য হাতেম আলিকে বাসা ছাড়তে বলেন মাসুদ। নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে বাসা ছাড়লেও এতে ক্ষিপ্ত হয় হাতেম অালি।
গত ১৪ আগস্ট হাতেম আলি তার স্ত্রীকে দিয়ে একটি কাল্পনিক ঘটনা সাজিয়ে পরদিন থানায় অভিযোগ করেন। এতে মাসুদকে প্রধান আসামি করা হয়। এজাহারে উল্লেখিত ঘটনার সময় মাসুদ তার ঢাকাস্থ কর্মস্থলে ছিলেন। কাল্পনিক এ অভিযোগের বিষয়ে সমাজ কমিটি’ ও মসজিদ কমিটিকে অবহিত করেন রেজাউল করিম মাসুদ।
মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ বলেন, শুক্রবার সমাজ কমিটি ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ এ বিষয়ে হাতেম আলীকে জিজ্ঞাসাবাদ করেন। হাতেম আলী ও তার স্ত্রী ঘটনার ব্যপারে কোন সদুত্তর দিতে পারেনি। তাই ইমাম হয়ে মিথ্যা অভিযোগ দেয়ায় তাকে মসজিদের দায়ীত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, হাতেম আলীর বিরুদ্ধে তাবিজের ব্যাবসা, মিথ্যা সাক্ষী দেয়াসহ বহু অভিযোগ আছে।
এ ব্যাপারে রেজাউল করিম মাসুদ বলেন, বাসা থেকে বের করে দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে অামার পারিবারিক ও রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আতাত করে হাতেম আলি বানোয়াট এবং মিথ্যা অভিযোগ দিয়েছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল করিম জানান, অভিযোগ তদন্তে গিয়ে বাদি, ভিকটিম ও সাক্ষীদের সাথে কথা বলে পুরো বিষয়টি রহস্যজনক মনে হয়েছে।
বাংলারদর্পণ