সাতক্ষীরায় যুবলীগ নেতা খুন

 

সাতক্ষীরা প্রতিনিধি : শহরের রাজারবাগান এলাকায় নিজ বাসায় খুন হলেন আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন (৩০)।

সোমবার রাত ১০টার দিকে ওই এলাকায় ভাড়াবাড়িতে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে তাকে।

নিহত কবির হোসেন সদর উপজেলার কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের চাচা নজরুল ইসলাম জানান, সরকারি কলেজের পাশে রাজারবাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন কবির হোসেন। সোমবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাড়িতে ঢুকে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। হত্যাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *