কয়রা (খুলনা) প্রতিনিধি,
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন উপসহকারী ভুমি কর্মকর্তার বিরুদ্ধে নানান দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
ওই ভূমি কর্মকর্তার স্বেচ্ছাচারিতার প্রতিকার চেয়ে খুলনা জেলা প্রশাসক বরাবর গণ স্বাক্ষরিত অভিযোগপত্র দায়ের করেছে ।
ভুক্তভোগী উপজেলার নাকসা গ্রামের মশিউর রহমান মোল্লার দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৫সেপ্টেম্বর কয়রার আমাদী ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা প্রহল্লাদ রায়, সরকারি ক তফসিলভুক্ত সম্পত্তি কয়রা উপজেলার আমাদি মৌজার ২১৩৪, ২১৩৬, ২৩২৪, ২১০৪. ২১০৯দাগের সরকারের ক তফসিল ভূক্ত সরকারি জমি মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির নামে খাজনা দাখিলা দিয়েছেন। এমনকি প্রতিবেদন দিয়ে নামজারিতেও সহযোগিতা করেছেন।
বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত ক তফসিলভুক্ত গেজেট অনুসন্ধান করে দেখা গেছে, আমাদী ইউনিয়ন এর উপরোক্ত 6টি দাগ গেজেটভুক্ত জমি।
সরকারি ক তফসিলভুক্ত সম্পত্তির দাখিলা দেওয়ায় ও একই সম্পত্তি সরকারি খতিয়ান থেকে ব্যক্তি নামে নাম পত্তন হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিন ওই ভূমি অফিসে গেলে স্থানীয় মন্টু ঢালীসহ ভুক্তভোগীরা ভূমি কর্মকর্তার নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন। ভুক্তভোগীরা বলেন তিনি সরকারি সম্পত্তির দাখিলা দিলেও ব্যক্তি সম্পত্তির দাখিলা দিতে তালবাহানা করেন ।
আমাদি ইউনিয়ান উপসহকারী ভূমি কর্মকর্তা প্রহল্লাদ রায় বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, এ ধরনের অভিযোগের বিষয় আমার জানা নেই।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন, বাংলারদর্পণ