নোয়াখালীতে বে-সরকারি প্রাথমিক স্কুল জাতীয়করনের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি পেশ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লােগানকে সামনে রেখে বে-সরকারি প্রাথমিক ¯স্কুল জাতীয়করনের দাবিতে মানববন্ধন, স্মারক লিপি পেশ করেছে সুবর্ণচর উপজেলার ১৪ টি বে-সরকারি ¯স্কুলর শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী। মঙ্গলবার সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলা প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষক জাকের হােসাইন, মােঃ হাবিব, মোঃ সলিম, রহিম উল্যাহ সহ অনেকে। বিদ্যালয়গুলি হলো,   দক্ষিন চর আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়,  সুবর্ণচর উপজেলা সদর বে- প্রাঃ বিঃ, চরলক্ষি আবাসন বে-সরকারি প্রাঃ বিঃ,  দক্ষিন কেরামতপুর বে-সরকারি প্রাঃ বিঃ,  মধ্য জাহাজমারা বে-সরকারি প্রাঃ বিঃ, দক্ষিন জাহাজমারা বে-সরকারি প্রাঃ বিঃ, দক্ষিন চরক্লাক বে-সরকারি প্রাঃ বিঃ,  নুর জাহান মেমোরিয়াল বে-সরকারি প্রাঃ বিঃ, হাজ্বীপুর বে-সরকারি প্রাঃ বিঃ, হাজ্বী ইদ্রিস মিয়ার বাজার বে-সরকারি প্রাঃ বিঃ, চরজিয়া উদ্দিন খলিল চেয়ারম্যান বাজার বে-সরকারি প্রাঃ বিঃ,  মধ্যম চর মহিউদ্দিন বে-সরকারি প্রাঃ বিঃ,  মধ্যম চর মহি উদ্দিন বে-সরকারি প্রাঃ বিঃ,  পূর্ব চর মজিদ সেলিম চেয়ারম্যান বে-সরকারি প্রাঃ বিঃ, আবু তাহের মিয়ার বাজার বে-সরকারি প্রাঃ বিঃ। পরে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে, উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত না থাকায় তার পক্ষে স্মারক লিপি গ্রহন করেন ভূমি অফিসার মােঃ রেজাউল করিম। বক্তারা বলেন, ২০০৯ সালের পূর্ব প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলি আজ অবধী জাতিয়করন না হওয়ায় মানবেতর জিবন যাপন করছেন এবং ২০০৯ সাল থেকে বিদ্যালয়গুলি সমাপনী পরিক্ষা দিয়ে আসছে। তারা অতি দ্রুত জাতিয় করন করতে শিক্ষামন্ত্রনালয় ও প্রধান মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষন করেন।

ভিডিও তে দেখুন…..

https://m.youtube.com/watch?v=200FdfC0zz8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *