রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে সাপের কামড়ে তাহমিনা আক্তার (০৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল ১৩জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় রামগড় ইউনিয়ন পরিষদের দক্ষিণ লামকুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী তাহমিনা আক্তার রামগড় ১নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ লামকুপাড়া গ্রামের আবু তাহের সওদাগরের ছোট মেয়ে। সে দক্ষিণ লামকুপাড়া চাঁদপুরী নুরানি ফোরকানিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, রাস্তার পাশের লেবু গাছ থেকে লেবু সংগ্রহ করতে গেলে তাকে সাপে কামড় দেয়।বাড়িতে এসে সে বিষয়টি কাউকে জানায়নি। হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সাপে কাটার বিষয়টি জানতে পারলে রাতেই নারায়ন হাট নিয়ে গেলেও কোন লাভ হয়নি।
রামগড় থানার অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের বাড়ি গেলে সাপে কাটার বিষয়টি নিশ্চিত হই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু নথিভুক্ত করা হয়েছে।