ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী উপজেলার ৮ নং আমিরাবাদ ইউনিয়ন আহমদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হকের ছেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন সোনাগাজীর কৃতি সন্তান মোহাম্মদ ইলিয়াছ।
এর আগে মোহাম্মদ ইলিয়াছ বাাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র কেন্দ্রীয় কমিটিতে সহ আর্ন্তজাতকি বিষয়ক সম্পাদক ছিলেন।
পরে তাকে সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক থেকে পদোন্নতি দিয়ে গত ১০ই জুলাই ২০২১ ইং তারিখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত করে চিঠি দেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবু।
মোহাম্মদ ইলিয়াছ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র সাংগঠনিক সম্পাদক হিসেবে সততার সাথে মানবসেবা ও মু্ক্তিযুদ্ধের আর্দশ চেতনা বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন।
তিনি দেশবাসি ও ফেনীর র্সবস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।