টেকনাফ ক্যাম্প থেকে উখিয়ায় দু’দিনে ২৩২ রোহিঙ্গা স্থানান্তর 

প্রতিবেদক :
টেকনাফ ক্যাম্প থেকে উখিয়ার বালুখালীতে গত দু ” দিনে ২৩২ রোহিঙ্গা স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে  টেকনাফে শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প থেকে ১১ জুলাই রবিবার ২৮টি রোহিঙ্গা পরিবারের ১শ ৩১জন এবং  ১০ জুলাই শনিবার একই ক্যাম্প থেকে  ২৩ টি রোহিঙ্গা পরিবারের ১০১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, ১১জুলাই (রবিবার) দুপুর সাড়ে ১২ টারদিকে টেকনাফের ২৩ নং শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যের  সহায়তায় ২৮ টি রোহিঙ্গা পরিবারের ১শ ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু শরণার্থীকে শামলাপুর হতে উখিয়ার বালুখালী ১৮নং ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

এর আগে গত ১০ জুলাই দুপুর ১ টার দিকে  ২৩ টি রোহিঙ্গা পরিবারের ১০১ জন শরণার্থী শামলাপুর হতে উখিয়া  (ক্যাম্প-১৮) বালুখালী ক্যাম্পে স্থানান্তর করা হয় 

এই ব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন  অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, ” সরকারি সিদ্ধান্তের আলোকে উর্ধ্বতন  কতৃপক্ষের  নির্দেশনামতে শামলাপুর থেকে  অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *