আবদুল মান্নান
ফেনীর পরশুরামে ভারত থেকে অবৈধ মাদক পাচারের তথ্য ফাঁস করার সন্দেহে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামের স্থানীয় এক সিএনজি চালক’কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মির্জনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মহিউদ্দিন ছুট্টুর বিরুদ্ধে।
মাদক পাচারের তথ্য দিয়েছে এমন সন্দেহে সিএনজি চালক মোঃ সরোয়ার হোসেন’কে শুক্রবার রাত সাড়ে নয়টার সময় নিজ কালিকাপুর গ্রামের সাগরিকা মোড় সংলগ্ন স্থানীয় একটি দোকান ঘরে আটক করে ইউপি সদস্য মহিউদ্দিন ছুট্টু।পরে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এবং পায়ের গোড়ালিতে রড ঢুকিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এনে চিকিৎসা দেয়।
আহত সিএনজি চালক মোঃ সরোয়ার হোসেনের অভিযোগ শুক্রবার(৯জুলাই) রাত সাড়ে আটটার দিকে স্থানীয় কবির নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। এমন সংবাদ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
আটককৃত কবির ভারত থেকে অবৈধ মাদক প্রচার করছে সাংবাদটি পুলিশকে আমি (মোঃ সরোয়ার হোসেন) দিয়েছি বলে সন্দেহে ইউপি সদস্য মহিউদ্দিন ছুট্টু আমাকে নিজকালিকাপুর গ্রামের সাগরিকা মোড়ের একটি দোকান ঘরে নিয়ে কোন কিছু বুঝে ওঠার আগেই লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
এসময় আমি বিভিন্ন সময় মাদক প্রচারের তথ্য পুলিশকে দিয়ে তার ক্ষতি করেছি অভিযোগ এনে আমার কাছে নগদ ২৫ হাজার টাকা দাবি করে।
বিষয়টি আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো’কে অবহিত করলে তিনি পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এর কাছে অভিযোগ করতে বলেন। আমি পৌর মেয়ের ও প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবী করছি।
এবিষয়ে জানতে ইউপি সদস্য মহিউদ্দিন ছুট্টু’র সাথে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।