রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ প্রধান ওসমান গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি :
টেকনাফের  জাদিমুড়া শালবাগান ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ প্রধান ওসমান গনী ওরফে আইয়াসকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

কক্সবাজার ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক  বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৫ থেকে মঙ্গলবার ভোররাত একটার দিকে তাকে গ্রেপ্তার করা সহয়।

এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, ”  মঙ্গলবার গভীর রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওসমান গনি প্রকাশ আইয়াছকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

আইয়াছ রোহিঙ্গা ক্যাম্প এলাকার ত্রাস আইয়াছ বাহিনীর প্রধান। ‘  
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

আইয়াছের বিরুদ্ধে টেকনাফ থানায় খুন, ডাকাতি, অবৈধ অস্ত্র, অপহরণসহ সাত/আটটি মামলা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *