ছবি : আহত নুর আলম ও তার পরিবারের লোকজন
ফেনী প্রতিনিধি :
সোনাগাজীর চরদরবেশে ভূমি বিরোধের জেরে কৃষক নুর আলম (৫৫) ও তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জলিল ও ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।
রবিবার (৪জুলাই) সকাল আনুমানিক ৯টার সময় ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক নুর আলম বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগসূত্রে জানা যায়, ওই কৃষক তার মালিকীয় জমিতে সকালে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে গেলে ইউপি সদস্য দেলোয়ার হোসেনসহ ১২/১৫জন সন্ত্রাসী দা, চুরি, লোহার রড়, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে।
তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তার স্ত্রী ছালেহা বেগম (৪২), বোন আকলিমা আক্তার (৩৫), রুপিয়া আক্তার(২২), রাবেয়া বেগম(৩৮), ভাই আব্দুল্লাহ(৫২), ভাতিজা ইব্রাহীম(১২) ভাইয়ের স্ত্রী শরিফা বেগম(৩০), ছোট ভাইয়ের স্ত্রী তাছলিমা আক্তার (২৫) কে পিটিয়ে গুরুতর আহত করে।
এসময় তার বোন রুপিয়া আক্তারের গলা থেকে ১২আনা ওজনের একটি চেইন (যার আনুমানিক মূল্য ৪৫হাজার টাকা) নিয়ে যায়।
পরবর্তীতে কয়েকজন প্রতিবেশী তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
এ ঘটনায় নুর আলম বাদী হয়ে আব্দুল জলিল ও ইউপি সদস্য দেলোয়ার হোসেনসহ ৬জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪/৫জনকে আসামী করে সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জলিল জানান, নুর আলম যে জায়গা নিজের দাবি করতেছে তা আমার খরিদকৃত জায়গা। কিন্তু সে জোরপূর্বক চাষ করতে গেলে আমরা বাধা দিলে উল্টো আমাদের উপর হামলা করে। এবং স্থানীয় মেম্বার দেলোয়ারকেও পিটিয়ে আহত করেছে তারা ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, এঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।