শেখ মোঃ সাইফুল ইসলাম :
সুন্দরগঞ্জ থানার কনস্টেবল ফরিদ সরকারের বিদায় সংবর্ধনায় বিশাল গাড়ি বহর, ব্যান্ডপার্টির ঢাক-ঢোল পিটিয়ে ভিন্ন রকম সম্মান জানানো হয়েছে।
কনস্টেবল ফরিদ সরকার বাংলাদেশ পুলিশের একজন সদস্য।
আজ চাকরি জীবনের ৫৯ বছর পেরিয়ে পি আর এলে যাচ্ছেন। যৌবনের ৪০ বছর দেশসেবায় ব্যয় করেছেন মানুষটি।
তাঁর কর্মজীবনের শেষ কর্মদিবস ছিলো আজ। তাঁর শেষ কর্মদিবসে সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। তার সম্মানে মধ্যাহ্নভোজ, বিদায় উপহার, বিদায়ী শুভেচ্ছাসহ কনস্টেবল ফরিদ সরকারকে ব্যান্ডপার্টির ঢাক-ঢোল বাজিয়ে ভিন্ন রকম সম্মান জানানো হয়েছে।
এরপর প্রবীন এই পুলিশ সদস্যকে থানার সকল সহকর্মী মিলে বিশাল গাড়ি বহরসহ তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
আমাদের সহকর্মী মানুষটিকে কর্মজীবনের শেষদিনটি আমরা আনন্দঘন মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমরা তাঁর অবসরকালীন সময়ের জন্য দোয়া ও শুভ কামনা করছি।