নােয়াখালীতে  গৃহবধুকে  হত্যার চেষ্টা

 

 

মাে ইমাম উদ্দিন সুমন, নােয়াখালী প্রতিনিধি :

নােয়াখালীর সুবর্ণচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ সন্তানের জননীকে পিটিয়ে  শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে । অভিযােগের ভিত্তিতে জানা যায়, সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের জাকের হোসেনের(৩৫) স্ত্রী ২ সন্তানের জননী কুলসুম আক্তার ডলি (২৮) কে পিটিয়ে গুরত্বর আহত করে একই গ্রামের মােস্ত¯ফা সেলিমের পুত্র ফয়সাল(১৮), ফারভেজ(২৩), আরজু আখতার (২২), মােস্তফা সেলিম(৪০) নাজমা আক্তার(৪০) সহ অজ্ঞাত স্থানিয় ৩/৪ জন বখাটে। কুলসুম আক্তার ডলি জানান, অভিযুক্ত ফারভেজ দীর্ঘদিন থেকে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলা এতে সে প্রতিবাদ করলে, সােমবার সকাল ১০ টায় তার বাড়ীতে উপরােক্ত অভিযুক্তরা সহ অজ্ঞাত কয়েকজনকে সাথে নিয়ে লােহার রড, বাঁশের লাঠি দিয়ে উপূর্যপুরী মারধর করে এবং শ্বসরোধ কর হত্যার চেষ্টা করে এতে সে অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থ্নিয়রা তাকে চরজবর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতাল সূত্র জানা যায়, মারধরের কারনে কুলসুম আক্তারের ডান হাতের একটি আঙ্গুল ভেঙ্গে যায়। এবং সারা শরীরে গুরত্বর জখমের চি‎হ্ন রয়েছে। বর্তমানে কুলসুম বেগম হাসপাতালে চিকিৎসাধিন আছেন। এ ব্যাপারে সুবর্ন চর থানায় একটি মামলা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *