ফেনী প্রতিনিধি :
ফেনীতে অসাধু কোম্পানির ভেজাল ও মানহীন ওষুধ বিক্রির দায়ে পঞ্চরত্ন ফার্মেসীসহ চার প্রতিষ্ঠানকে ১ লক্ষ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপরের শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।এসময় ফার্মেসিগুলোকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কোম্পানির তালিকা ঝুলানোর নির্দেশ দেন তিনি।
সূত্র জানায়, ফেনীতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি ঠেকাতে অভিযান শুরু করে জেলা প্রশাসন। অভিযান চলাকালে মানহীন ও ভেজাল ওষধ বিক্রির দায়ে শহরের ট্রাংক রোড়স্থ পঞ্চরত্ন ফার্মেসী ও আমিন মেডিকেল হলকে ২০ হাজার টাকা করে ও লাইসেন্সবিহীন সার্জিক্যাল আইটেম বিক্রির অপরাধে জাহান সার্জিকেলকে ৫০ হাজার টাকা, মহিপাল মুন মেডিসিন শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে জেলা ড্রাগ সুপারিন্টেনডেন্ট সালমা সিদ্দিকা উপস্থিত উপস্থিত ছিলেন।