ফেনী প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর অালম সরকার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.কে এনামুল হক এর সাথে রোববার দুুপুরে সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা অনুৃষ্ঠিত হয়েছে ।
ওই সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি দৈনিক অামাদের কন্ঠ’র জেলা প্রতিনিধি সৈয়দ মনির অাহমদ, সাধারন সম্পাদক সাপ্তাহিক শমসের নগরের বার্তা সম্পাদক মেহেরাব হোসেন মেহেদি, যুগ্ন সাধারন সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি নান্টু লাল দাস, কোষাধ্যক্ষ নুরুল অালম মহব্বত, দপ্তর সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি অাবদুল্লা রিয়েল প্রমুখ।