ফেনী প্রতিনিধি :
ফেনী র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান,জিডি(পি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন ০৬ নং পূর্ব জোরকানন ইউপি নির্ভয়পুর হালিমা আক্তারের বসত ঘরের পশ্চিশ পার্শ্বে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ২৩ জুন সন্ধ্যায় র্যাব-৭, ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌড়ে পালাইয়া যাওয়ার চেষ্টা করিলে র্যাব ধাওয়া করে উক্ত স্থান হতে ১ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় এবং অপর ব্যক্তি মোঃ আনোয়ার হোসেন (২৪), পিতা- রুক্কু মিয়া, সাং- মথুরাপুর পূর্বপাড়া, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লা পালিয়ে যায়।
আটককৃত মোছাঃ হালিমা আক্তার (২৭) স্বামী- মোঃ শাহীন মিয়া, সাং- নির্ভয়পুর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে হেফাজতে থাকা দুইটি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ১০০ (একশত) বোতল বিদেশী মদ (হুইস্কি) উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য বিদেশী মদ (হুইস্কি) কুমিল্লা ফেনীসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে । উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।