ফুলগাজীতে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

জহিরুল ইসলাম জাহাঙ্গীর :

ফেনীর ফুলগাজীতে আবু বক্কর সিদ্দিক ওরফে সোহাগ নামের (৩০) ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানার পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার জিএমহাট ইউনিয়নের নুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ফুলগাজী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আশ্রাফুল আলম জানান, গত শনিবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বিদ্যালয় যাওয়ার পথে গলায় ছুরি ঠেকিয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আবু বক্কর সিদ্দিক পলাতক ছিলেন।

 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন, আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, সে উপজেলার আনন্দ পুর ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত মনির আহম্মদ ভুঞার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *