নিজে অসহায় হয়েও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন চা বিক্রেতা

সত্যব্রত বিশ্বাস >>>
মানবিকতার পরিচয়। নিজে অসহায় হয়েও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন সামান্য চা বিক্রেতা। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের হাবরা শহরের একটি চা বিক্রেতার।

খুব ছোটবেলায় বাবাকে হারানো চার সন্তান এবং তিন কন্যাকে নিয়ে অথৈ জলে পড়েন মা ।

দিশেহারা হয়ে ভিটেমাটি ছেড়ে মা তার সন্তানদের নিয়ে চলে আসেন এ দেশে। দারিদ্রতাকে সঙ্গী করে বেড়ে ওঠা। চার ভাই এবং তিন বোনের মধ্যে অনুকূল বাবু একদম ছোট সন্তান।

শেষে তিল তিল করে পয়সা জমিয়ে হাবরা সুপার মার্কেটে একটি ছোট্ট করছি ঘরে খুলে ফেলেন চায়ের দোকান। যৎসামান্য আয় দিয়ে চলছে তার সংসার। অভাব-অনটন অসহায় তার মধ্য দিয়েও যেন খুঁজে পেতে চান একটু আনন্দ।

দারিদ্রতার কষ্ট যে কি নিদারুন ভয়ঙ্কর হতে পারে সে উপলব্ধি তার যথেষ্ট হয়তো সেই জন্যই তার যৎসামান্য আয়ের থেকেই আজ এই দুর্দিনে কিছু অসহায় মানুষের জল খাবারের ব্যবস্থা করেন।

তার এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর একটুকরো ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

কতদিন আর চালাতে পারবেন? জিজ্ঞেস করাতে এই লাজুক স্বভাবের মানুষটি হেসে উত্তর দিলেন “ঠাকুর যতদিন চালাতে সাহায্য করবেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *