সিলেটে ব্যাংকে গ্রাহক নেই

আবুল কাশেম রুমন,সিলেট:
ঈদুল ফিতরের তিনদিনের ছুটি শেষে সিলেটে রবিবার (১৬ মে) অন্যান্য অফিসের ন্যায় খুলেছে ব্যাংক। তবে ব্যাংক খোলা থাকলেও গ্রাহকের উপস্থিতি তেমন দেখা যায়নি। ব্যাংকগুলোতে গ্রাহক না থাকায় অনেকটা ফাঁকাই দেখা যায় কাউন্টারগুলো। এ সু্যোগে কর্মকর্তা-কর্মচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন নিজেদের মধ্যে।

গত শুক্রবার (১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে আগে থেকেই সরকারের নির্দেশনা ছিল ঈদের ছুটিতে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে থাকতে হবে। একইসঙ্গে ঈদের ছুটি একদিন কমিয়েও দেয়া হয়েছে। (বুধবার) ২৯ রজমানও অফিস খোলা ছিল। বৃহস্পতিবার (১৩ মে) থেকে ঈদের ছুটি শুরু হয়, তা শেষ হয় শনিবার (১৫ মে)।

রবিবার সকাল থেকেই ব্যাংকগুলোতে গ্রাহকের উপস্থিতি তেমন ছিল না বললেই চলে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগেই গ্রাহকরা লেনদেন সম্পন্ন করেছেন। অতি জরুরি প্রয়োজনে এখন কিছু গ্রাহক ব্যাংকমুখী হচ্ছেন। তা ছাড়া অনেক গ্রাহক ইতোমধ্যে সিলেট ছেড়ে বাড়িতে আছেন, তাই আজ গ্রাহক কম। দুই/একদিনের মধ্যেই স্বাভাবিক হওয়ার আশা তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *