সালথায় বিশ্ব ‘মা’ দিবসে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই শ্লোগান কে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে ফরিদপুরের সালথায় বিশ্ব মা দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ই মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা কৃষি অ‌ফিসার জীবাংশু দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

আ‌লোচনা সভায় বক্তারা ব‌লেন, মা দিব‌স একদি‌নের জন‌্য নয়, এক‌দি‌নের চেতনা সারা বছর থাকুক, মা‌য়ের জন‌্য ভালবাসা ও শ্রদ্ধা ৩৬৫ দিনই থাকুক। মা দিব‌সে সকল মা কে শপথ কর‌তে হ‌বে নি‌জের স্বামী সন্তান কে সব ধর‌নের অপকর্ম থে‌কে দু‌রে রাখতে হ‌বে। আ‌লোচনা সভা শে‌ষে উপ‌জেলার আট ইউ‌নিয়‌নের ২০০ জন মা‌য়ের মা‌ঝে পর্যায়ক্রমে শিশু খাদ‌্য বিতরণ করা হয়। প্রতি প‌্যা‌কে‌টে ছিল সেমাই, দুধ, চি‌নি, পোলার চাউল, তেল, সু‌জি, নুডুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *