রাজবাড়ী মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

 

 

রাজবাড়ী প্রতিনিধি: যুব সমাজকে মাদক মুক্ত করার লক্ষ্যে রাজবাড়ীতে মেয়র ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ র শুভ উদ্বোধন করা হয়েছে।

 

৬ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে পৌর সভার উদ্যোগে আয়োজিত মেয়র ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী র সভাপতিত্বে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃন্দ সংরিক্ষত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী , জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, নবাগত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, সদর উপজেলা চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ।

 

প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনিসকল প্রতিষ্ঠানের প্রধানের  উদ্দেশ্য করে বলেন নেতৃত্ব ভালো হলে প্রশাসনের গতি বৃদ্ধি পায়। নতুন পুলিশ সুপারকে নিয়ে তিনি বলেন, রাজবাড়ীতে মাদক একটি বড় সমস্যা যেটা  দক্ষতার সাথে মোকাবেলা করতে হবে।

 

রাজবাড়ী পৌরসভার অর্ন্তগত ৯টি ওয়ার্ডকে নিয়ে ৩টি গ্রুপে বিভিক্ত হয়ে রানরেটের ভিত্তিতে আগামী ১৫  মার্চ শহীদ খুশি ময়দানের ৯দিন ব্যাপী মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *