সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলা সহ প্রায় সব কটি উপজেলায় বুধবার দুপুরে হটাৎ ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি অাঞ্চলিক সড়কে গাছ ও গাছের ঢাল ভেঙ্গে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুটি ভাঙ্গা ও কেবল ছেড়ার খবর পাওয়া গেছে।
সোনাগাজী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মহিউদ্দিন মোশায়েল উল্যাহ জানান, ঘুর্নিঝড় শুরুর পর থেকে সবকটি লাইন বন্ধ রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, বড় ধরনের দুর্ঘটনা না হলেও হটাৎ ঘুর্নিঝড়ের জনজীবন ব্যাহত হয়েছে। সড়কে গাছ ভেঙ্গে পড়ায় কয়েকটি অাঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ ছিল। স্থানীয়দের সহযোগীতায় গাছ গুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
সোনাগাজী বাজারের ব্যাবসায়ী অাকবর হোসেন রিগ্যান বলেন, ঘুর্নিঝড়ের সাথে ভারী বৃষ্টিপাত হওয়ায় রাস্তায় ১ থেকে দেড় ফুট পানি জমেছে।

অপরদিকে, জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন কে মিয়ার বাজার স্বরাজপুর সড়কে স্থানীয়দের সাথে নিয়ে সড়কে পতিত গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করতে দেখা গেছে।
সোনাগাজী বাজার বনিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন রানা জানান, অাজ বুধবার সোনাগাজী বাজারের ধার্য দিন। হটাৎ ঘুর্নিঝড়ে বাজার ভেঙ্গে গেছে, সব ব্যাবসায়ী ক্ষতিগ্রস্ত।