ফেনী প্রতিনিধি :
সোনাগাজী পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী শেখ সেলিম। তিনি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড’র সহ সভাপতি ।
১৭মার্চ বিকালে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড’র কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ মুক্তিযোদ্ধা যুব কমান্ড’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মী ও আ’লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া জাতির পিতা শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন শেখ সেলিম ও আ’লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সন্ধ্যায় পৌরসভাস্থ শেখ পাড়া যুব সংঘের উদ্যোগে জাতির পিতা শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেখ সেলিম’র সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ মনির আহমদ’র সঞ্চালনায় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড’র কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন খান, সদস্য মকবুল হোসেন, শাহীন হোসেন, শওকত আলী, শহীদ সন্তান সাংবাদিক নুরুল আমিন খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ন আহবায়ক আফতাব হোসেন ভুঞা , সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন প্রমূখ ।
আলোচনা শেষে কেক কেটে জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ। উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপে আগামী ১১ এপ্রিল সোনাগাজী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।