সাংবাদিকদের সাথে মতবিনিময় ফেনী পৌর মেয়র স্বপন মিয়াজীর বলেন ৫০ কোটি টাকা ঋণ নিয়ে শুরু করছি
ফেনী প্রতিনিধি :
ফেনী পৌরসভার নব নির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সোমবার ১৫ মার্চ দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র বলেছেন, ৫০ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আমি পৌর মেয়রের দায়িত্ব হাতে নিয়েছি।
তবুও কষ্ট হলেও নাগরিকদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবো। মেয়র সাংবাদিকদের সাক্ষী রেখে পৌরসভার প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,আমি নিজে দুর্নীতি করব না, পৌর সভায় কাউকে দুর্নীতি করতেও দেব না। দুর্নীতি অনিয়ম করতে চাইলে চলে যান। পৌরসভায় দুর্নীতি বাজদের স্থান নেই।
পৌরসভার ইতিহাসের সর্বকনিষ্ঠ এ মেয়র নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবেন- আপনাদের পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। মেয়র আরো বলেন, প্রতিদিন সূর্য উঠার আগে শহরের সকল ময়লা পরিস্কার করা হবে। পৌরবাসী ঘুম থেকে উঠে শহরের কোথায় আর ময়লা দেখবে না। পৌর এলাকার সকল নাগরিকের সহযোগিতা নিয়ে সারাদেশের মধ্যে ফেনীকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, প্রায় ৫০ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে মেয়রের দায়িত্বভার নিয়েছি। কিছুটা কষ্ট হলেও নাগরিকদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবো। শহরের যানজট নিরসনে মেয়র বলেন, ইতোমধ্যে ব্যাটারী চালিত টমটম নিষিদ্ধ করা হয়েছে। অপরিকল্পিত ভাবে চলা সিএনজি, অটো রিক্সাও নিয়ন্ত্রণে আনা হবে। শীঘ্রই ‘নগর সিএনজি’ নামের একটি সার্ভিস চালু করা হবে। মতবিনিময় সভায় পৌরসভার সচিব সৈয়দ মো: আবুযর গিফারী, ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।