গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী মামলা দায়ের করেছে। তবে তাৎক্ষণিক ভাবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের নাম ঠিকানা জানাতে অপারগতা প্রকাশ করে।
বুধবার (১০ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, বুধবার সকালের দিকে ৯৮ জনের নাম উল্লেখ কওে অজ্ঞাত আরো দুইশত পঞ্চাশ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।