রামগড়ে পরিকল্পিত পরিবার বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

মোশারফ হোসেন, রামগড় :

খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিবার পরিকল্পন দপ্তর কতৃক অদ্য ৮ মার্চ রামগড় হাসপাতালের সভা কক্ষে
“কৈশোরকে অবহেলা নয়,
জীবন গড়ার এইতো সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে জনপ্রতিনিধি,বিভিন্ন,পেশাজীবী,ও যুব সংগঠনের সদস্য,এবং গন‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গদের অংশগ্রহণে পরিকল্পিত পরিবার গঠন বাল‍্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য পুষ্টি নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন বিষয়ে এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ ঘটিকার সময় হাসপাতালের সভাকক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মামুনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক বিপ্লব বড়ুয়া।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, কাউন্সিলর কনিকা বড়ুয়া,পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আইইএম ইউনিট এর কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উক্ত কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি যুব সংগঠনের সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম ,বৌদ্ধ ভান্তে সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *