সোনাগাজী(ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলায় সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে দুটি ইউনিয়নে প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ণ প্রত্যাহার করায় আ’লীগের দুই চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন মঙ্গলকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, মতিগঞ্জে উপজেলা আ.লীগের সহ-সভাপতি, বর্তমান চেয়ারম্যান রবিউজ্জামান বাবু। অন্যকোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মঙ্গলবার তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মাইনূল হক।
রিটানিং কর্মকর্তা বলেন, দুটি ইউপিতে চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন । তবে সকল ওয়ার্ডে প্রার্থী থাকায় সদস্য পদে ভোট গ্রহন হবে ২৬ ডিসেম্বর ।
এছাড়া উপজেলার আরো সাতটি ইউপিতে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ব্যালটের মাধ্যেমে ২৬ ডিসেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে।