শাকিব-অপুর ‘রাজনীতি’র পোস্টার প্রকাশ

বিনোদন ডেস্ক- প্রকাশে এলো শাকিব খানের চলচ্চিত্র ‘রাজনীতি’র পোস্টার। আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে এফডিসিতে পোস্টারটি উন্মোচন করেন নায়ক রাজ রাজ্জাক। এসময় তিনি চলচ্চিত্রটির জন্য শুভ কামনা জানান।
জানা যায় সন্ধ্যায় প্রকাশ হবে ছবিটির মোশন পোস্টার। পলিটিক্যাল থ্রিলারধর্মী ‘রাজনীতি’ পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস।
ছবির নির্মাণ কাজ একেবারেই শেষ। বাকি কাজগুলো গুছিয়ে শিগগিরই ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে চলতি বছরের শেষ দিকেই প্রেক্ষাগৃহে যাবে ‘রাজনীতি’। এমনটাই জানা যায় নির্মাতা সূত্রে।
এই ছবির মাধ্যমে আবারও অনেকদিন পর দর্শকরা অপু-শাকিব জুটিকে রূপালি পর্দায় দেখতে পাবেন।
জানা যায়, গেল ঈদে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্তু কিছু প্রতিবন্ধতার সম্মুখীন হয়ে ছবিটি আর গেলো বছর আলোর মুখ দেখেনি। ভালো উপলক্ষ পেলেই ছবিটি মুক্তি দেয়া হবে। এখন থেকে নিয়মিত ‘রাজনীতি’ আপডেট পাবেন দর্শকরা।
‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, ডিজে সোহেল, কমল প্রমুখ।
ছবিটি প্রযোজনা করছে অ্যারো মোশন আর্টস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *